সূর্যকুসুম
সাদামেঘ ক্যানভাসে কুসুম সূর্যের মুখ মায়ের হাতের নাস্তা ঝালফ্রাই ডিম প্রার্থনা শেষে পায়চারী, শুভ্রদাঁড়ি মুসুল্লীর তসবীর পুঁতি আঙ্গুলের ফাঁক গলে কপিকল রাতের চাদর ফেলে, আলগোছে চোখ মেলে, আঁতুড়-দিন নম্র বাতাসের পালকে দূর সমুদ্রের আদর সারিসারি আকাশমণির পথ ইটের গুঁড়োর গালিচায় পড়ে থাকে সর্পিল কয়লার দহন উগড়ে দেয়, ইটভাটার নাক পাকা ধূমপায়ীর মতো পোলো-প্রশ্বাসে পাশেই ছোট […]