মানস আহমেদ

বৃষ্টির কি হেয়ালি আজ

বৃষ্টির কি হেয়ালি আজ ! কালবোশেখি বধুর মত আমার ঘরে একলা সাজ- যখন তখন বাঁশি বাজে মনের ঘরে সুখের চরে…। জানালা ধরে আমার ঘরে যখন তখন আছড়ে পরে। পূবের নদী হারায় জোয়ার দখিন পবন ছুটে পালায়, শফেদ আকাশ দীপ্ত হয়ে প্রিয়ার খোজে …দু চোখ ভেজায়… স্বপ্ন আঁকে বুকের পাতায় ছোট্ট শিশুর রঙ্গিন খাতায়- চুপটি করে […]

 মানস আহমেদ

একবার ভেবেছিলাম

একবার ভেবেছিলাম আর লিখবোনা কবিতা কিন্তু বুকের ভিতর আজন্মের এক ছুরি বারেবারে শক্ত ইট কেটে বানায় পদ্ম নদীরও বুক থেকে উথলে পড়ে মাংসের গন্ধ কৃষ্ণরঙা চাঁদ জুড়ে বসে ভোরের আলোয় পেচাঁর মত মুখ করে ভেংচি কাটে ধাক্কা দিয়ে ভাঙিয়ে দেয় ঘুম। তাই আমার বোবা শব্দময় প্রাসাদে নতুন করে অভিষেক হয় বয়স্ক সিড়িটিও আমার পদভারে গুঙিয়ে […]

 মানস আহমেদ

অস্তপ্রহরে

একদিন এক দূর সন্ধ্যার ছবি দেখি দিগন্তের চপলা পাহাড়ী তনয়া এসেছিল বুকভরা বিষন্নতা নিয়ে , ঢেলে দিয়েছিল মনের সমস্থ অলিতে-গলিতে,চিলকোঠায়, পুজামন্ন্ডপে; সব শুন্যতায় এরপর আর খুজে পাইনি তাকে একছুটে ডুব দিল সাগরে- নীলপোকাদের আস্তানায়,কাকড়ার গুহায় জেলিফিসের ডেরায়; এমন ই সব সাগরপ্রেয়সীর কাছে গিয়েছি । কেউ জানে না তার ঠিকানা, কেউ জানে না সেই তনয়ার জন্য […]

 মানস আহমেদ

বৃষ্টির কি হেয়ালি আজ

বৃষ্টির কি হেয়ালি আজ বৃষ্টির কি হেয়ালি আজ ! কালবোশেখি বধুর মত আমার ঘরে একলা সাজ- যখন তখন বাঁশি বাজে মনের ঘরে সুখের চরে…। জানালা ধরে আমার ঘরে যখন তখন আছড়ে পরে। পূবের নদী হারায় জোয়ার দখিন পবন ছুটে পালায়, শফেদ আকাশ দীপ্ত হয়ে প্রিয়ার খোজে …দু চোখ ভেজায়… স্বপ্ন আঁকে বুকের পাতায় ছোট্ট শিশুর […]