চারুমান্নান

আমি বোধ হয় চাইনি; এমন নিঃকম্মা ভালোবাসা।

আমি বোধ হয় চাইনি; এমন নিঃকম্মা ভালোবাসা। আমি বোধ হয় বলেছিলাম তাকে, ফিরে যেতে বাড়ী, এমন আকাশ তলে বর বেমানান ছিলে তুমি যদি বাতাস ছুঁয়ে দেয় তোমায়; তাহলে যে আমি হই বিবর্ষশ্রাবণ। রৌদ্র তাপে সূবর্ণ শরীর তোমার তামাটে আর গাল যদি হয রক্ত’ভা লাল বর্ণ কষ্ট পাই মনে, কাটবে চিমটি আকাশ আমার বুকে। তোমাকে ভালোবাসি […]