চারুমান্নান

একুশ মানে বাংলাদেশ।

একুশ মানে বাংলাদেশ। একুশ মানে মায়ের ভাষা, একুশ মানে আমের মন্জুরীর ঘ্রাণ, একুশ মানে মুক্ত বাতাস, একুশ মানে কৃঞ্চচূড়ায় আগুন। এই ফাগুনে আগুন জ্বেলে, পুড়িয়েছি দ্রোহের নিষ্ঠুর আক্রশ কিনেছি মায়ের মুখের কথা, বিলিয়ে জীবন রক্তে রাঙা সোদা মাটি। বুকের তাজা রক্তে রাঙ্গিয়েছি পথ, ধ্রবোতারার নীলকাশ ছুঁয়ে মাতৃভাষার উচ্চশির দুনিয়া জোড়া, অবহেলা নয়তো পেয়েছি মর্যদা মায়ের […]