চারুমান্নান

চাইতে পারি না শঙ্খচিলের মত

চাইতে পারি না শঙ্খচিলের মত মরূভূমির বালুকায় যখন ঢলে পরা সূর্য্যের বিদায় আলোতে চকচক স্বর্ণকণার মত ঝিকিমিকি আলোর খেলা মরূঝড়ের উদাসিনতায়, পথিক পথ ভুলে যায় কালের পাহাড়ে বালুর চর জুমে উঠে লুপ্তপ্রায় বাসনার সব রাস্তা ঢেকে যায়; ঐ সুদূরে বিরহী শঙ্খচিল, একা একা ডানা মেলে দিয়েছে আকাশা আঙ্গিনায় উর ঘড় নাই, চেনা পথ নেই, শুধু […]