চারুমান্নান

তবু আমার বসন্ত পথের আমিই পথিক

তবু আমার বসন্ত পথের আমিই পথিক <!– –> কেমন একটা বিদঘুটে ভাবনা দেখোতো? ভাবছি শুধু মিছে আনমনা রশি যখন ছিঁড়লো সময়ের টানে আর তখনি সেতো আসবে না জানি থাকবে না সাথে আমার তবু আমার বসন্ত পথের আমিই পথিক নেই স্বজন আছে শুধু বন্ধুজন প্রকৃতি আমার তবুও তার জন্য নিঃস্ব ক্ষণ অবচেতন মনের কষ্ট বৈভব সে […]