আমার প্রথম পোষ্ট !
শৈলী সম্পর্কে যখন জানতে পেরেছিলাম, সে জানবার সাথে সাথে আরো একটি বিষয়ের সাথে পরিচিত হয়েছিলাম। জেনেছিলাম শৈলী একটি পূর্ণাঙ্গ সাহিত্য ঠিকানা “বাংলাদেশের প্রথম শিল্প ও সাহিত্য বিষয়ক ব্লগ।” । আগ্রহের জন্মসূত্র তখন থেকেই। সাহিত্যের প্রতি যে আমার অগাধ-প্রবল টান, সে বিষয়টাকে এতটা উঁচুতে না ধরলেও চলবে, পাশাপাশি সমসাময়িক একটি প্রসঙ্গ তুলতে চাই, এখন বাংলায় অনেকগুলো […]